মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে অস্ত্র ও মাদকসহ জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছ পুলিশ। শনিবার বিকেলে মহানগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ জানান,
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকলে সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার দেহ তল্লাশিকালে কোমরে গোজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে তার কক্ষ তল্লাশি করে চাইনিজ কুড়াল ও ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জাহিদুল ইসলাম জানায় নগরীর দক্ষিণপাড়া বারেন্ডা এলাকার আব্দুল আজিজ মোল্লার কাছ থেকে সে ফেনসিডিল কিনেছে। তার বিরুদ্ধে অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।