
পলাশ হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ।।
পটুয়াখালী গলাচিপায় শান্তি পূর্ণভাবে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে জেনারেল ৬ টি, কারিগরি ২ টি ও দাখিল ২ টি মোট ১০ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় ৪,২১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪,১০৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন ও ১০৪ অন অনুপস্থিত থাকেন। উপজেলা প্রশাসন পরীক্ষা আইন অনুযায়ী কেন্দ্রের আশে পাশে, পুলিশ বাহিনী ও পরীক্ষা সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ১ম শ্রেণির কর্মকর্তা পরিদর্শন করেন এবং নকল মুক্ত পরিবেশ বজায় রাখে।
এছাড়াও জেলা প্রশাসকের ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান ও গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলার সকল কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা শান্তি পূর্নভাবে পরিচালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেন্দ্র সচিব, সহকারী সচিব ও দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের সার্বিক ব্রিফিং দিয়েছেন। এ ছাড়াও (অতিরিক্ত দায়িত্ব) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল চলতি এসএসসি পরীক্ষা শান্তি পূর্নভাবে হওয়ার লক্ষ্যে প্রশাসনিক ভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষার্থীরা পরীক্ষা শেষে গণ-মাধ্যমকে জানায়, সুন্দর পরিবেশে পরীক্ষা এবং প্রশ্নমালা ভালো হওয়ায় তারা আনন্দিত ।