
পলাশ হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ।।
পটুয়াখালীর গলাচিপায় ২৯টি পূজা মন্ডপে নিরাপত্তায় ১৭০ জন নারি ও পুরুষ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কার্যালয়ের প্রাঙ্গণে এব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেড অনুষ্ঠান গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম, গলাচিপা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা, গলাচিপা থানা সেকেন্ড অফিসার এস আই মহসিন হাওলাদারসহ থানার অফিসার বৃন্দ।
উপস্থিত আনসার সদস্যদেরকে ব্রিফিং প্যারেডে আসন্ন শারদীয়দূর্গা পূজার ডিউটিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। পরে সকল আসার তাদের নিজ নিজ কর্তব্যরত পূজার মন্ডবে চলে যান।