
আবু হুরায়রা , গবি প্রতিনিধি
গণ বিশ্ববিদ্যালয়ে -গবি- প্রথম বারের মতো সরস্বতী পূজা উদযাপন করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার -৩ ফেব্রুয়ারি- সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ আয়োজন। বিদ্যার্থীদের আরাধনায় মুখরিত হয়ে পূজা প্রাঙ্গণ।
পূজার এ আয়োজন নিয়ে কয়েকদিন থেকেই ক্যাম্পাসে আমেজ বিরাজ করছিল। বেশ কয়েকদিন থেকে পূজা উপলক্ষে চাঁদা তোলা, নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ড. মৃত্যুঞ্জয় দাস বলেন, ‘এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে পূজা ৩ নম্বর হোস্টেলে হতো। তাই উপাচার্যসহ সকল কর্মকর্তাকে সাধুবাদ জানাই। বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে এই পূজা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানচ্ছি।
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী দ্বীপরাজ মজুমদার তৃপ্ত বলেন, ‘সরস্বতী পূজা ছাত্রজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেই সরস্বতী পূজা হওয়া উচিত। গণ বিশ্ববিদ্যালয়ে এইবারই প্রথম তাতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।’
কৃষি অনুষদের শিক্ষার্থী প্রমি রায় বলে, ‘প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত এবং নিরাপদ বোধ করছি। আগে ক্যাম্পাসের বাইরে পূজা হতো যা বেশি আমেজ সৃষ্টি করতোনা।’
উল্লেখ্য, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।