
আবু হুরায়রা , গবি প্রতিনিধি
গণ বিশ্ববিদ্যালয়ে -গবি- ‘United by unique’ শিরোনামে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে প্রথমবারের মত পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার -৪ফেব্রুয়ারি-গবির সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ’র সহযোগিতায় মেডিক্যাল ফিজিক্স বিভাগের উদ্যোগে বেলা ১১ টায় এই আয়োজন সম্পন্ন হয়।
ম্যানেজিং রিস্ক ইন এক্টা বিম রেডিওথেরাপি, ডিজিটাল ই হেল্থ সার্ভিস ফর বাংলাদেশ, কম্পারিজন অফ টু প্রটোকল আইএইএ টিআরএস ৩৯৮ এন্ড এএপিএম টিজি ৫১ফর ক্লিনিক্যাল ইলেকট্রন বিম ডসিমেট্রি, জিন এন্ড সেল থেরাপি ইন ক্যান্সার ট্রিটমেন্ট, ইমেজ গাইডেড ব্রাকিথেরাপি ইন ক্যান্সার ট্রিটমেন্ট সহ আরো সতেরোটি পোস্টার প্রেজেন্ট করা হয়।
মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেলের সহযোগিতায় মেডিকেল ফিজিক্সের এই আয়োজনে উপস্থিত শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, “এই প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারবো এবং গবেষণার ক্ষেত্র বৃদ্ধি পাবে।”
মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেলের পরিচালক ডা. তারিকুল ইসলাম বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা ক্যান্সার গবেষণায় অবদান রাখতে পারবে। শিক্ষার্থীদের আবেদেনের ভিত্তিতে আমরা তাদের গবেষণার সুযোগ তৈরি করে দিবো।
বিজ্ঞান ও ইন্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.মো.করম নেওয়াজ বলেন, “বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মেডিকেল ফিজিক্স বিভাগ যে পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করছে সেইটা অত্যান্ত তাৎপর্যপূর্ণ এবং প্রশংসনীয়। এই প্রেজেন্টেশনের মাধ্যমে তারা দেশ ও বিদেশে ক্যান্সার গবেষণার কাজে ভুমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল ফিজিক্সের বিভাগীয় প্রাধান অধ্যাপক ডা.নুরুল ইসলাম,বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।