ইবি প্রতিনিধি।।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার -১৫ জুলাই- বেলা সাড়ে ৪টায় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবিসহ ক্যাম্পাসগুলোতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান।
এদিকে- রবিবার রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় সোমবার সকালে জিয়াউর রহমান হলে থাকা এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হাফিজের বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী ছাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে ওই ছাত্রের সহপাঠীরা অভিযুক্তের বিচার চেয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে তা হাফিজকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে তার বহিষ্কারের দাবি জানান। এছাড়া কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ নেতার বিচার চেয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে। কিন্তু আমাদের দাবি মেনে না নিয়ে উল্টো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে তাচ্ছিল্য করা হচ্ছে। ক্যাম্পাসগুলোতে মারধর ও হামলা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।