নীলফামারী থেকে
সাদ্দাম আলী।।
বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১ টায় দিকে শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ পাদদেশে সাধারন শিক্ষার্থীর ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।
বেলা ১১ টা থেকে কর্মসূচি স্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয়। পরে সেখানেই ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের পক্ষে আব্দুল কুদ্দুস উদার- রাকীব হোসেন- ময়নুল ইসলাম- মোকলেছুর রহমান কাজল- মাহমুদ হাসান অয়ন সহ অন্যান্যরা এসময় বক্তব্য রাখেন।
বক্তারা চাকরীতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানান।