মোঃ আব্দুল আউয়াল খান
কেন্দুয়া- প্রতিনিধি।।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
-২৭ অক্টোবর- রবিবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান ভূঁইয়া মজনু, উপজেলা বিএনপির নেতা ও কেন্দুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন,উপজেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান, উপজেলা জাসাস সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন ,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুঁইয়া হাবুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিচালনা করেন পৌর যুব দলের সদস্য সচিব সাইফুল আলম শান্তি।
বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান খোকা, ময়মনসিংহ বিভাগীয় যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন আমি কোন দিন কোন নেশা করিনি, আমার নেতা তারেক রহমানও কোনদিন নেশা করেনি, দলের কেউ যেন নেশায় মেতে না থাকে ।
তিনি আরো বলেন আমরা এমন কোনো কাজ করবো না, যে কাজ করলে দলের দূর্নীতি হয়, যার জন্য আমাকে কলম ধরতে হবে। আপনারা অনেক দিন এই দলের জন্য কষ্ট করেছেন আর কিছুদিন কষ্ট করুন আমাদের বিজয় অতি সন্নিকটে।
আলোচনায় দলে দলে হাজার হাজার নেতা কর্মীরা মিছিল নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যোগ দেন এবং আলোচনা শেষেও মিছিল নিয়ে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন রাস্তা পদক্ষিন করে উপজেলার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।