অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন- দেশের সারকারখানা গুলোতে গ্যাসের সাময়িক সংকট থাকলেও কৃষকদেরু সারের কোনো সমস্যা হবে না। শনিবার দুপুরে নরসিংদীর পলাশে অবস্হিত এশিয়ার সর্ববৃহৎ পলাশ- ঘোড়াশাল ইউরিয়া সারকারখানা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
শিল্পমন্ত্রী আরো বলেন- দেশের চাহিদা অনুযায়ী সারকারখানা গুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকদের সারের চাহিদা মেঠানো হবে। সারা দেশে গ্যাস সহ জ্বালানি সংকট রয়েছে। সব বাধা অতিক্রম করে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করে সরকার কৃষকদের কাছে সার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী -২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ- সংরক্ষিত সংসদ সদস্য মাসুদা সিদ্দিকি রোজী- শিল্পমন্ত্রনালয়ের জাকিয়া সুলতানা- বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।