দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটার কুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার -২৮ সেপ্টেম্বর- সন্ধ্যায় ওয়ার্ড জামায়াতের সভাপতি ইশারত আলীর সভাপতিত্বে সেক্রেটারী আবু বক্কার সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
এ সময় প্রধান অতিথি বলেন- স্বৈরাচারী আওয়ামী সরকার দেড় যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের ওপর হত্যা- গুম- জুলুম-নির্যাতন চালিয়েছে। এই জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন । আওয়ামী শাসনামলেে দেশের মানুষের ভোটাধিকার- মৌলিক নাগরিক অধিকার- বিরোধী মতের সভা-সমাবেশ- মিছিল-মিটিং করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো। আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে । জামায়াত মানুষের কল্যাণে কাজ করে- জামায়াত কখনো অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে না। এমতাবস্থায় ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারীকে মেনে নেওয়া হবে না।
বিশেষ অতিথি ছিলেন- ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম- সেক্রেটারী -ভারপ্রাপ্ত- আব্দুল মান্নান মোল্ল্যা- সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুর ইসলাম- টিম সদস্য মোজাহিদুল আলম- উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী সাংবাদিক আবু বক্কার সিদ্দিক সহ ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।