এস এম হামিম সরকার নিরব
চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধি।।
ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কুড়িগ্রামের চিলমারীতে শহীদি মার্চ পালন করেছে চিলমারীর সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার -৫ সেপ্টেম্বর- দুপুর ৩ ঘটিকায় চিলমারী সরকারি কলেজ মোড় থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে।
এতে আন্দোলনে ছাত্রদের হত্যকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান চিলমারীর সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানানো হয় মিছিল পরবর্তী সমাবেশ থেকে। এছাড়া শহীদদের স্বরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে শহীদদের জন্য দোয়া করা হয়। দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।