
ডেস্ক নিউজ
কিশোরগন্জে সদর উপজেলার ৮নং মারিয়া ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের নারী ইউপি সদস্য*কে ক্রয়কৃত জমির চাঁদা না দেওয়ায় হয়রানির শিকার হাবিবুর সহ তার কর্মচারী।
কিশোরগন্জে নিউজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন হাবিবুর রহমান ও তার কর্মচারী সৌরব হোসেন শুক্কুর । হাবিবুর রহমান বলেন ২৬ ই জানুয়ারী ক্রয়ক্রিত জমির বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে আওয়ামী আমলের ইউপি সদস্য গুলনাহার চাঁদা দাবি করেন , চাঁদা না দেওয়াই খুন গুমের হুমকিও দেয়, নির্মাণ কৃত ওয়াল ভাংচুর ও করে তার বাহীনিরা, এ বিষয়ে ভুক্তভুগি হাবিবুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাস্হলে থাকা সৌরব হুসেন শুক্কুর সাক্কী দেওয়াই নারী ইউপি সদস্য*র ছেলে নাজমুল হোসেন জয়ের হাতে একাধিকবার হামলার শিকারও হন শুক্কুর। নারী ইউপি সদস্য মোছা , গুলনাহার একটি মিথ্যা ভিওিহীন সংবাদ প্রকাশ করেন একিই সাথে সারে ৩লক্ষ টাকার অভিযোগ উটলে… অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাইয়ে তথ্য সংগ্রহ করে স্হানীয় গণমাধ্যাম কর্মীরা নারী ইউপি সদস্য গুলনাহারের সংবাদ প্রকাশ করেলে , সাংবাদিককেউ সংবাদ ডিলিট করার হুমকির শিকার হতে হয় এবং স্হানীয় সাংবাদিক কে মিথ্যা অভিযোগে ছাএলীগ নেতা বলে ট্যাগ দেওয়া হয়।
উল্লিখিত ঘটনার অভিযোগ অস্বীকার করে নারী ইউপি সদস্য গুলনাহার বলেন , সৌরভের কাছে সারে তিন লাখ টাকা পাই এটা নিয়ে কথা কাটাকাটির সময় এক পর্যায়ে চড়থাপ্পড় দেই ।

























