মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পৌর সোনাপুর গ্রামের মোঃ জাকির হোসেনর -৫০- দুটি কিডনিই ৯০ শতাংশ নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে শ্যামলী সিকেডি ইউরোলজি হাসপাতালে ডাক্তার মনির উদ্দিন আহামেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
ডাক্তার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার কথা বললেও অসুস্থ জাকির আর্থিক ভাবে সচ্ছল না হওয়ায় ভর্তি না হয়ে বাড়িতে থাকছেন। তবে ডাক্তার বলছেন, জরুরী ভিত্তিতে প্রতি সপ্তাহে অন্তত একবার করে ডায়ালাইসিস করাতে হবে। এছাড়াও তাকে বাঁচাতে হলে কিডনি প্রতিস্থাপন করাতে হবে ।
এই চিকিৎসা ব্যয়ভার চালাতে প্রায় আনুমানিক ১০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা দরিদ্র জাকিরের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
এমতাবস্তায় তার পরিবার ও দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার আশায় সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
নাসিমা বেগম- একাউন্ট নং 300912100010141
শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ
রামগঞ্জ শাখা- লক্ষ্মীপুর।
বিকাশ পার্সোনাল- নাসিমা বেগম- 01782564179