মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে গোপাল শীল (৫৯) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
রবিবার সকালে উপজেলার কালামপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার কালামপুর এলাকার রবী শীলের পুত্র গোপাল শীল (৫৯) পরিবারের সাথে অভিমান করে শনিবার রাতে ঘরের ধর্ণার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
রবিবার সকালে ঘরের দড়জা বন্ধ থাকায় বাড়ির লোকজন দড়জার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে বৃদ্ধ গোপাল শীল ঘরের ধর্ণার সাথে ঝুলে আছে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করেছে।
থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।