মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বনাঞ্চল থেকে অসাধু কাঠ ব্যবসায়ীরা গাছ কেটে জ্বালানি হিসেবে লাকড়ি তৈরি করে অবাধে বিভিন্ন হাট বাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে । উপজেলার কিছু অসাধু কাঠ ব্যবসায়ীরা সরকারী বিভিন্ন বনাঞ্চল থেকে মূল্যবান গজারী ও বিভিন্ন্ বাগানের কাঠ গাছ কেটে ঘরের রোয়া,আটন ,সাথীর (প্যার ) ও ফার্নিচারে ব্যবহারের আসভাবপত্র তৈরি করছে । এসব কাঠ ফার্নিচারের দোকানে বিক্রি করে থাকে । আবার কিছু কাঠ জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য লাকড়ি তৈরি করে ( ২০,৪০ ও ৫০ কেজি ওজনের)অটো ভ্যান গাড়িতে বিভিন্ন হাট বাজারের হোটেলে অবাধে বিক্রি করছে ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে , কালিয়াকৈর বাজার ও বাসষ্ট্যান্ড এলাকায় লোকজনের সমাগম হওয়ার পূর্বে ভোর ৬ টায় অটো ভ্যানে করে বিভিন্ন হোটেলে লাকড়ি বিক্রি করছে । অবৈধ গাছ কেটে লাকড়ি তৈরির কথা হোটেল মালিকরা জানলেও মূল্য অনেক কম পাওয়ায় এসব লাকড়ি ক্রয় করছে । ভ্যান চালক নিখিল বর্মণ জানান , আমি শুধু লাকড়ি হোটেলে হোটেলে পৌছে দেয় । পরে মাহাজন এসে হোটেল মালিকের নিকট থেকে টাকা নিয়ে যায় ।