মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর চন্দ্রা ও মৌচাক মৎস্য আড়তে আজ বুধবার সকালে অভিযান চালিয়ে ১৪০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে কালিয়াকৈর মৎস্য অফিস। জব্দকৃত নিষিদ্ধ পিরানহা মাছগুলো উপজেলার ৫টি এতিমখানায় প্রদান করা হয়েছে।
জানা যায়, এলকার এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গোপনে নিষিদ্ধ পিরানহা মাছ বাজারজাত করছে গোপনে এ সংবাদ পেয়ে ঐদিন সকালে অভিযান পরিচিালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সলিমুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানার এসআই জুয়েল রানা, উপজেলা ক্ষেত্র সহকারী মুসলেউদ্দিন, উপজেলা ক্ষেত্র সহকারী জিয়াউর রহমান, মৎস্য অফিসের কম্পিউটার অপারেটর জুয়েল রানাসহ কালিয়াকৈর থানা পুলিশ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।