মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে মৎস বিভাগের ভ্রম্যমান আদালতের বিভিন্ন বিলে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে অবৈধ ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬ টি চায়না জাল ( ৩হাজার ১২০ ফুট ) জব্দ করেছে । জালের বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা ।
মৎস বিভাগ সুত্র জানায় , উপজেলায় বিভিন্ন বিলে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় উপজেলা মৎস বিভাগের উদ্দোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চাপাইর ইউনিয়নের আসারিয়া বিলে ভোর সাড়ে ৫ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত বিশেষ আভিযানে অবৈধ কারেন্ট জাল ২৫ হাজার মিটার , ২৬ টি চায়না জাল ৩ হাজার ১২০ ফুট জব্দ করেছে । অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মো. সলিমুল্লাহের নের্তৃত্বে এ.এস.আই মামুন , মুসলেম উদ্দিন, জুয়েল রানা,জিয়াউর রহমান ,খোকন মিয়া প্রমুখ ।
জব্দকৃত কারেন্ট জাল ট্রাক যোগে সকাল ১১টায় উপজেলা মৎস অফিসের সামনে জমা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংষ করা হয়েছে ।