
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা
নাসরিন, কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো.আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান শরীফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান মো. ইসাম উদ্দিন প্রমূখ। সভায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, জঙ্গীবাদ ,নাশকতা প্রতিরোধ ও নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।