মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে ভাউমান টালাবহ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: হারেজ আলীর অপসারণের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে ভাওমান টালাবহ স্কুল প্রাঙ্গনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদে সাথে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে স্কুলের প্রধান শিক্ষক হারেজ আলীর অপসারণ দাবী করেন। এ সময় স্কুল প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলে উপস্থিত শিক্ষকদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। একপর্যায়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার আহম্মেদের আহবানে সাড়া দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তালাবদ্ধ কক্ষের তালা খোলে দেয়। পরে শিক্ষকগণ স্কুল ত্যাগ করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহম্মেদ এর সাথে সাক্ষাত করে। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার আহম্মেদ এব্যাপারে খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাদের আসস্থ করেছেন বলে শিক্ষার্থীরা জানান।
উল্লেখ্য শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক হারেজ আলী স্কুল ত্যাগ করে চলে যান। এঘটনার পর তিনি আর স্কুলে ফিরে আসেন নাই স্কুলের সহকারী শিক্ষক মো: জুবায়েত আলী জানান। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন- আগামী রবিবারের মধ্যে এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রধান শিক্ষক মো: হারেজ আলী তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান যে বর্তমানে বিদ্যালয়ে উপস্থিত নেই। তবে তিনি শিক্ষার্থীদের অভিযোগ ও বিক্ষোভ সম্পর্কে অবগত আছেন এবং বিষয়টি নিযে় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।