মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের জমিতে মাটি ভরাট করার জন্য বোর্ডঘর – কাঁঠালিয়া আঞ্চলিক সড়কে রাতের আধারে ড্রাম ট্রাক চলাচলে রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় বর্ষার পানিতে রাস্তা তলিয়ে গেছে। ফলে য়ানচলাচল বন্ধ থাকায় জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলার সুত্রাপুর ইউনিয়নে বোর্ডঘর এলাকায় স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের বিলা জমিতে মাটি ভরাট করার জন্য রাতের আধারে বোর্ডঘর- কাঠালিয়া আঞ্চলিক সড়কে প্রতিরাতে ড্রাম ট্রাক চলাচল করছে। চারিদিকে বর্ষার পানি ও প্রবল বৃষ্টিপাতে এমনিতেই পানি জমে থাকে । ঝুঁকিপূর্ণ অবস্থায় মাটি ভর্তি ড্রাম ট্রাক চলাচল করায় একদিকে রাস্তা যেমন খানাখন্দে গর্ত হচ্ছে। অপরদিকে অটো ইজি বাইক, সিএনজি ও পিকআপ দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ঘটনা ঘটছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর স্কয়ার কারখানার দক্ষিণ ইউনিট প্রস্তাবিত হাসপাতাল নির্মাণে মাটি ভরাট কাজে ড্রাম ট্রাক চলাচলে রাস্তার অনেক ক্ষতি হয়েছে। আজও রাস্তা মেরামত না করায় পানিতে তলিয়ে গেছে। এ ব্যাপারে অনেক অভিযোগ করেও স্থানীয় মেম্বার, ইউপি চেয়ারম্যান ও এলজিইডি কালিয়াকৈর উপজেলা প্রকৌশল বিভাগ অজ্ঞাত কারণে নীরবতা পালন করছেন। সিএনজি চালক দেলোয়ার হোসেন বলেন, গতবছর বন্যায় এ আঞ্চলিক সড়কটি ব্যাপক ক্ষতিসাধন হয়েছে কিন্তু দুই বছর অতিবাহিত হলেও রাস্তা কোন প্রকার মেরামত করা হয়নি। সুত্রাপুর ইউনিয়নের অবহেলিত পশ্চিমাঞ্চল দীর্ঘদিন যাবৎ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।