অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের -ডিজিএনএম- মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল কর্মকর্তার অপসারণ এবং পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।
শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং ও মিডওয়াইফারী কর্মকর্তাদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ৫০ শয্যাবিশিষ্ট কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানববন্ধনে বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার বিলকিস বেগম- সিনিয়র স্টাফ নার্স বিউটি আক্তার- নাজনিন আক্তার- আনোয়ারা আক্তার- আলেয়া আক্তার প্রমূখ।
বক্তারা বলেন- নার্সদের কটূক্তি করতে পারেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মিডওয়াইফারি অধিদপ্তরে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করার দাবী জানান।