
রাবি প্রতিনিধি।।
পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত ১২টি বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে ‘কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে বি এ অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন। তারা হলেন দর্শন বিভাগের উর্মি সারোয়ার ও মোসা. সাদিয়া আফরোজ রুশি, ইতিহাস বিভাগের মোছা. আদিলা আক্তার নিপা, ইংরেজি বিভাগের মো. ঈশান শাহরিয়ার, বাংলা বিভাগের মোছা. সেতু খাতুন,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. নূর হোসেন, তামজিদা সুলতানা ও আহসান উল্লাহ, আরবি বিভাগের মুহা. আবু ইউসুফ আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের আবু রাসেল সিদ্দীকি ও শেখ ছাইফুল্লাহ জিহাদী, সঙ্গীত বিভাগের রিফাহ্ নানজীবা প্রমা, নাট্যকলা বিভাগের প্রিয়াংকা সেন মৌ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মোছা. সোহাগী খাতুন, সংস্কৃত বিভাগের এলিনা আক্তার লুসি ও উর্দু বিভাগের সুরাইয়া পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা এই অর্জনের মধ্য দিয়ে আগামীতে তারা দেশ ও জাতির সার্বিকসমৃদ্ধি কল্যাণে অবদান রাখবে। এই স্বীকৃতি তাদের পাশাপাশি অন্যদেরও আগামীতে আরো বড় অর্জনের জন্য অনুপ্রাণিত করবে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরা হবেন বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নেওয়ার কুশলী কারিগর। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম সমৃদ্ধ ও মর্যাদা সম্পন্ন রাষ্ট্রে উন্নীত করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য সারথী হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসাবে কলা অনুষদের ডিন অধ্যাপক মো. ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।