নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরিয়ে উল্লাস করা অভিযুক্ত ফারুকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার -১৪ সেপ্টেম্বর- সকালে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাত ৪জনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী রিয়া মণি।
আটক আসামী মোঃ ফারুকুল ইসলাম -২২- চট্টগ্রামের লোহাগড়া থানার চুনতি বড় হাতিয়া এলাকার বাসিন্দা। কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ওসি জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে- গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতি-উৎসাহী জনতা।
তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। সেই যুবকের নামই ফারুকুল ইসলাম। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন। পুলিশ জানিয়েছেন অভিযুক্ত বাকি আসামীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।