
তৌহিদ বেলাল, কক্সবাজার।।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও মেয়র মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে এই কমিটির ঘোষণা দেন।
অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী আগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও মুজিবুর রহমান সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীকে দলের জাতীয় পরিষদের সদস্য হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।