শওকত আলম- কক্সবাজার।।
কক্সবাজারে শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর বনভূমির বরাদ্দ বাতিল করেছে সরকার। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় এ বরাদ্দ বাতিল করে।
জাফর আলম-প্রয়াত- মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের ভাই। ২০১৬ সালে নিয়ম বহির্ভূতভাবে এ বনভূমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার।
শহীদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৮ কোটি টাকা বরাদ্দশহীদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৮ কোটি টাকা বরাদ্দ
বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ- বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন- দেশে যে পরিমাণ বনভূমি দরকার- তা নেই। তাই যতটুকু বনভূমি টিকে আছে- তা রক্ষা করতে সরকার সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। যার কারণে বনভূমির এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।