কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার আইন কলেজের ছাত্রছাত্রীদের সংগঠন ল’ ফ্রেন্ডস এসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও জেলার বিজ্ঞ আইনজীবীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার শহরের কলাতলির একটি তারকা হোটেলের মিলনায়তনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ল’ ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিক উল্লাহ মুকুল।
প্রথম অধিবেশন বিকেল সাড়ে তিনটায় শুরুতে এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রশিদ কোরআন তেলাওয়াত করেন এবং সভাপতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
বাদে আছর দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কক্সবাজার জেলার সিনিয়র আইনজীবী সিরাজ উল্লাহ। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সিনিয়র আইনজীবী ও সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ বাকের। এতে প্রধান আলোচক হিসেবে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন কলাতলী সুফিবাগ জামে মসজিদের খতিব মৌলানা ওয়াহিদুল ইসলাম। পরে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক মাঈন উদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, আবু হাসান রনি, আনোয়ারুল ইসলাম বট্টু, কামরুল ইসলাম, মাহমুদ, শাহাবুদ্দিন, মনির আলম, ইমরান, রাশেদ উদ্দিন, সাদ্দাম, হাফেজ আবদুল লতিফ, হেলাল উদ্দিন, রাহাত, নিপা দে, পম্পি দে, শারমিন আক্তার হ্যপি, মনুয়ারা বেগম, ইসমত জাহান, সাবরিনা আক্তার, ফারাহ আমিন, সেলিনা বেগম প্রমুখ