কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চিহ্নিত বনখেকো আবদুস শুক্কুর মেম্বারকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার চকরিয়া উপজেলার আদালত এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আবদুস শুক্কুর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার জুমনগর গ্রামের মোকতার আহমদের পুত্র। তিনি ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (এমইউপি)। স্থানীয়ভাবে তিনি ‘কানা শুক্কুর’ নামে পরিচিত।
কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের পূর্ণগ্রাম বিটের দায়ের করা একটি বন মামলায় তাকে এই দন্ড প্রদান করা হয়। কক্সবাজার উত্তর বনবিভাগের বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি সংরক্ষিত বনাঞ্চলের গাছ চুরির অভিযোগে আবদুস শুক্কুরের বিরুদ্ধে ঈদগাঁও রেঞ্জের পূর্ণগ্রাম বিটের (পিওআর নং- ০৫/পূর্ণ/২৩/ঈদগাঁও অব ২০১৯-২০২০) ওই মামলা দায়ের হয়েছিল।