
তৌহিদ বেলাল, কক্সবাজার।।
আগামি এক বছরের মধ্যেই কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে বক্তৃতাকালে এই ঘোষণা দেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এটি সময়ের দাবি। এই দাবির প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে তিনি বলেন, আগামি এক বছরের মধ্যেই এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ করা হবে’।
কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।