নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার-মহেশখালী নৌপথের বাঁকখালী নদীর মোহনায় যাত্রীবাহী গামবোট দুর্ঘটনায় মনির উদ্দিন নামে এক এনজিওকর্মী নিখোঁজ রয়েছেন।
২২ আগস্ট -বৃহস্পতিবার- সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজার শহরের ৬ নং জেটিঘাট হতে ৫০-৬০ জন যাত্রী নিয়ে মহেশখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয় একটি গামবোট। এটি বাঁকখালী নদীর মোহনায় পৌঁছালে প্রবল বৃষ্টিতে পানির স্রোতে পড়ে বোটের ৪ জন যাত্রী পানিতে পড়ে যান। তাদের মধ্যে থেকে ৩ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও মনিরকে রাত ১০ টা ৪৫ মিনিটে এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ যাত্রী মনির উদ্দিন এনজিও কোস্ট ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্পে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলঘাটপাড়ার নুর মোহাম্মদ প্রকাশ ছদুর পুত্র।
কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম সিএনএন বাংলা-কে বলেন- বৃহস্পতিবার বিকেলে মনির উদ্দিন ডিউটি শেষ করে নৌপথে গ্রামের বাড়ি মহেশখালী যাচ্ছিলেন। এসময় কক্সবাজার-মহেশখালী নৌপথের বাঁকখালী নদীর মোহনায় প্রবল ঝড়ো বাতাসে মনির নৌকা থেকে ছিটকে পড়ে যান।