
কক্সবাজার জেলা প্রতিনিধি ।।
কক্সবাজার শহরতলির মুহুরিপাড়া এলাকা থেকে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। তার নিকট থেকে সাড়ে ৭ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইকও জব্দ করা হয়।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরতলির লিংকরোডের দক্ষিণ মুহুরিপাড়ায় র্যাব-১৫ এর একটি দল এই অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়ার ‘সিদকারবাড়ি’র সামনে এক অভিযান পরিচালনা করে। অভিযানে দেলোয়ার হোসেন (৪৮) নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়। তার নিকট থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইকও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলভিবাজার গ্রামের মৃত হাজি আবদুস সালাম ও মৃত মোস্তফা বেগমের পুত্র।
র্যাব আরো জানায়, দেলোয়ার হোসেন বর্তমানে ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হোসেনের বাড়ির কেয়ারটেকার। তিনি টেকনাফ থেকে মাদকদ্রব্য এনে বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আসামীকে হস্তান্তর ও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।