নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলা থেকে ৩জন অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি রিভলবার ও একটি দেশীয় তৈরী লম্বা বন্দুকসহ ৬টি কার্তুজ উদ্ধার করেছে।
শনিবার-২০ জানুয়ারি-বিকালে রামু উপজেলার ঈদগড় বাজারে এ অভিযান পরিচালনা করে রামু থানার নিয়ন্ত্রণাধীন ঈদগড় পুলিশ ফাঁড়ি।
গোপন সংবাদে পুলিশ জানতে পারে তিনজন অস্ত্র ব্যবসায়ী গর্জনিয়া এলাকা থেকে অস্ত্রসংগ্রহ করে সাপের গাড়া সড়ক দিয়ে ডুলহাজারা যাচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে ঈদগড় বাজারে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি রিভলবার ও ১টি দেশীয় তৈরী লম্বা বন্দুকসহ ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতরা হলো ঈদগাঁওয়ের কালির ছড়া এলাকার জিকু, চকরিয়ার সালা উদ্দিন, ডুলহাজারার মেহেদী হাসান।
ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় বাজারে তল্লাশি চৌকি বসিয়ে ১টি রিভলবার, ১টি দেশীয় তৈরী লম্বা বন্দুক ও ৬টি কার্তুজসহ ৩ জনঅস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রামু থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের দেওয়ান অস্ত্রসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রামু থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।