নুর মোহাম্মদ
কক্সবাজার অফিস।।
কক্সবাজারের চকরিয়া উপজেলার নলবিলা এলাকায় সড়ক দূর্ঘটনায় একযুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় একজন ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন।
রবিবার সকাল ৮ টায় ডলম পীর মাজার ও জামে মসজিদের সামনে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপর এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত বোরহান উদ্দিন বায়ো ফার্মা ঔষুধ কোম্পানীর সিনিয়র এরিয়া ম্যানেজার ও পেকুয়া উপজেলার শীলখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ডুলাহাজারা হাইওয়ে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে মোটরসাইকেল- ইটবোঝাই পিকআপ -ড্যাম্প- সাথে মুখোমুখি সংঘর্ষে বোরহান উদ্দিন -৪৫- ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন জম জম হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কক্সবাজার’র চকরিয়া থানার অফিসার ইনচার্জ এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।