
শাহিন ফকির
পিরোজপুর জেলার পিরোজপুর পৌরসভার নয় নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে।
৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান শুরু হয়।
বার্ষিক ক্রিড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় ও হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য,হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেন হাওলাদার, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন শেখ,হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জামাল হোসেন শেখ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করতে গিয়ে প্রেসক্লাবে একটি কথা বারবার উচ্চারিত করেছে শৃঙ্খলা শৃঙ্খলা শৃঙ্খলা, আজকে আমাদের সন্তানেরা মার্চ পাস্টের মাধ্যমে সেটার প্রমাণ দিয়েছে।জীবনে বড় হতে হলে শৃঙ্খলা মানতেই হবে।
এছাড়াও তিনি তার বক্তব্যে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন হাওলাদার সহ পিটিএ কমিটির সদস্যবৃন্দ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানের পরিচালনা পর্ষদে ছিলেন উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।