
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহা নগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদ বলেছেন এল ডিপি নেতা নয়- এই এলাকায় অর্থাৎ ২৭৪নং -লক্ষ্মীপুর ১- রামগঞ্জ- আসনে থাকবে বিএনপির প্রার্থী ।
এখন যে নির্বাচন হবে- তা কোন জোটভিত্তিক নির্বাচন হবে না। তাই এখানে বিএনপির ব্যানারে এলডিপি নির্বাচন করতে পারবে না। এলডিপি নির্বাচন করতে হলে তারা তাদের ব্যানারেই করতে হবে । তা ছাড়া কোন অবস্থায় এই এলাকায় বিএনপির ব্যানানে অন্য কোন দলের প্রার্থী থাকবে না- এই এলাকায় নমিনি হবে বিএনপির লোক।
উল্লেখ্য যে বেশ কিছুদিন হলো গুঞ্জন উঠেছে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে ১২ দলীয় জোটের শরীক এলডিপি কে এই আসনটি ছেড়ে দেওয়া হবে।
তিনি শুক্রবার -২৭ ডিসেম্বর- রাতে চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও ও লামচর ইউনিয়নের বেড়িবাজারে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এসময় বিএনপি নেতা হারুন অর রশিদের বক্তব্যের সমর্থনে নেতাকর্মীরা সমস্বরে সমর্থন জানান।