মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন- এবারের পূজায় আপনারা নির্বিঘ্নে আনন্দ করবেন। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। মাঠে সেনাবাহিনীর সদস্যরা আছেন, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। কোনো প্রকার সংশয় রাখবেন না। আপনারাও স্বেচ্ছাসেবক গঠন করে দিনরাত সিফটিং করে মণ্ডপ পাহারা দেবেন। নিজেদের ঝামেলার কারণে যাতে কোনোভাবে ভুল মেসেজ না যায়। তিনি সাংবাদিকসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার বিকেলে তিনি গাজীপুর জেলা শহরের শ্রী শ্রী কৃপামায়ী কালীমন্দির ও দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া- গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার মো. নজরুল ইসলাম ও কৃপাময়ী কালি মন্দির পরিচালনা কমিটির আহবায়ক মনিন্দ্র চন্দ্র মণ্ডল- সদস্য সচিব বাপ্পি-দে, শ্রী নারায়ণ চন্দ্র- অরুণ-দে- সুশান্ত সরকার প্রমুখ।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মঙ্গলবার গাজীপুরের সরকারী ইনস্টিটিউট, প্রশিক্ষণ একাডেমি, এজেন্সি ও পূজামণ্ডপে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সকাল সাড়ে ৯টায় তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে -বারি-পৌঁছলে তাকে বরণ করেন ওই ইনস্টিটিউটের মহাপরিচালকসহ কর্মকর্তারা।সেখানে কার্যক্রম পরিদর্শন শেষে বেলা ১১ ঘটিকায় তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এদিকে দুপুর আড়াইটায় তিনি জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি -নাটা- ও সোয়া ৩টায় তিনি বীজ প্রত্যয়ন এজেন্সি -এসসিএ- পরিদর্শন করে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।