
কক্সবাজার অফিস:
চার বছরের শিশু আফসি- নির্মল, নিষ্পাপ। সেই হুজাইফা নুসরাত আসফিকে হত্যা করা হয়েছে একজোড়া কানের দুলের জন্য। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে খেলার ছলে বাড়ির উঠান থেকে হারিয়ে গিয়ে ফিরেন এসেছে শিশুটির নিথর হয়ে। পাশের মসজিদের পুকুরে ভেসে উঠলো তার ছোট্ট দেহ।
নিখোঁজ হওয়ার একদিন পর আফসির মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত অপহরণ ও হত্যাকাণ্ড। শিশুটির কানে থাকা সোনার দুল নিখোঁজ, মুখে টেপের দাগ—এমন চিহ্ন কোনোভাবেই ‘ডুবে মৃত্যু’ নয়, বরং নিষ্ঠুর হত্যার সাক্ষ্য বহন করে।
জানা গেছে, এই ঘটনার পরে দুজন লুণ্ঠিত কানের দুল স্থানীয় একটি স্বর্ণের দোকানে বিক্রি করতে যায়৷ এসময় লোকজন ওই দুইজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও চারজনকে আটক করা হয়।

























