স্টাফ রিপোর্টার
,সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চলতি মৌসুমে আগাম জাতের ইরি-বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি ব্লকের রুয়াপাড়া গ্রামের মাঠে কৃষক আকতার হোসেন ও রঞ্জু প্রামানিকের জমির ব্রি ধান-৯০ ও হাইব্রিড-১২০৬ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করে।
শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফিউদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাবলু কুমার সুত্রধর। এ সময় উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকতা সুর্বনা ইয়াসমিন সুমি,উপজেলা কৃষি সম্প্রসপরণ কর্মকতা আসাদ বিন খলিল রাহাত সহ উপ সহকারী কৃষি কর্মকতারা উপস্থিত ছিলেন।
নমুনা শস্য কর্তনে কৃষকদের জমি থেকে উচ্চ ফলন দেখা যায়। উল্লাপাড়া উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ৩ হাজার ২শ’৫৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় এখন পর্যন্ত ধানের ভাল ফলন পাওয়া যাচ্ছে। চাষাবাদের শুরু থেকে কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রনোদনার সার,বীজ দেয়া সহ মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগীতা ও পরার্মশ দেয়া হয়।