
তিতাস (কুমিল্লা)প্রতিনিধি।।
উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে জাতীয় পাটিকে আরো শক্তিশালী করতে হবে বলে জানান, আলহাজ্ব মো.আমির হোসেন ভূঁইয়া এমপি।
গত শুক্রবার বিকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব মো.আমির হোসেন ভূঁইয়া আরো বলেন,সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি,তাই আপনাদের দোয়া ও ভালবাসায় আমি ২০১৪-২০১৮ পর্যন্ত হোমনা-তিতাসে অনেক দৃশ্যমান উন্নয়ন করতে সক্ষম হয়েছি, অসংখ্য রাস্তা-ঘাট মসজিদ-মাদ্রাসা ভবনসহ অনেক কালভার্ট- ব্রিজ নির্মাণ করা হয়েছে,যা স্বাধীনতার ৫০ বছরেও হোমনা-তিতাসে কেউ এমন দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি।’
তিনি বলেন,আপনারা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সন্তানকে সংসদে দেখতে চান এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চান, তাহলে জাতীয় পার্টিকে শক্তিশালী করুণ।আমি নির্বাচিত হয়ে যেনো হোমনা-তিতাসের অসম্পূর্ন কাজ গুলো সম্পূর্ণ করতে পারি। মজিদপুর ইউনিয়নের ৩ নং
ওয়ার্ড জাতীয় পাটির সভাপতি মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় যুবসংহতি সভাপতি শেখ ফরিদ মুন্সি,জেলা জাতীয় পার্টির নেতা হারুনুর রশীদ, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমাম হোসেন ইমন ও উপজেলা জাতীয় পার্টি নেতা মো. মনির মুন্সি প্রমুখ।
এছাড়া মজিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি শাহ আলম,মজিদপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি ইকবাল হোসেন,জাতীয় পার্টির নেতা মধু মাষ্টার,শাহ আলম,মনিরুল ইসলাম,সোহাগ মুন্সি,উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম-আহবায়ক রাকিবুল হাসান আবু সাঈদ,সদস্য সাইদুল ইসলাম শান্ত,সাদ্দাম হোসেন,
হাসান মুন্সি,কামরুল ইসলাম,তুরজো হাসান,
মজিদপুর ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি সোহেল মুন্সি,সদস্য রাসেল প্রধান,
ইমন সরকার ও পাবেল মিয়াসহ সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।