
নুর মোহাম্মদ
কক্সবাজার অফিস।।
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী উখিয়ার ঘাট গ্যাস পাম্প সংলগ্ন উখিয়া টেকনাফ হাইওয়ে সড়কে টেকনাফ গামী একটি বাস চাপায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার -২ জানুয়ারি- দুপুর ১২:৩০ মিনিটের সময় এই দুর্ঘটনাটি ঘটে। উখিয়ার শাহাপুরি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান কক্সবাজার হাইওয়ে প্রধান সড়কে টেকনাফ গামী একটি বাসের সাথে মোটরসাইকেল এর সংঘর্ষ লাগে। এই সময় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
নিহতরা হলেন- সাতক্ষীরা খালিশ কালি কাজীবাড়ি এলাকার- আনিস গাজীর ছেলে লিটন গাজী -এবং উখিয়া ১২ নং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান বলে জানা যায়-
ওসি আরো জানান- মরদেহ দুটি সনাক্ত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পর তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।