শওকত আলম- কক্সবাজার।।
হেলপ কক্সবাজারের উদ্যোগে এবং ক্লাইমেট অ্যাকশন প্ল্যাটফর্মের সহযোগিতায় আজ ৮ জানুয়ারী উখিয়ার পাইন্যাশিয়া, জালিয়া পালং এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি হেলপ কক্সবাজার পরিচালিত পূর্ব পাইন্যাশিয়া ফকির বাপের পাড়া কালেকশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধকরণ- প্লাস্টিক ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের বিকাশ এবং বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন- এটি একটি বিশেষায়িত কেন্দ্র যেখানে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ- প্রক্রিয়াজাতকরণ এবং পুনর্ব্যবহারের কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় প্রশাসন ও এনজিওগুলোর সহযোগিতা এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে পারে।
সভায় উপস্থিত ছিলেন হেলপ কক্সবাজারের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাসেল আলী তালুকদার- সেন্টার সুপারভাইজার হেলাল উদ্দিন- সহকারী সুপারভাইজার ইউসুফ আলী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় নারী নেত্রী শেনু আক্তার বলেন- এই সেন্টারটি শুধু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নয়- পরিবেশ রক্ষায় এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য- হেলপ কক্সবাজারের এই উদ্যোগ কক্সবাজারের পরিবেশ রক্ষায় এবং স্থানীয় মানুষদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।