এম আবু হেনা সাগর- ঈদগাঁ।।
কক্সবাজারের ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতনে শিক্ষকদের সম্মানে আমরা জেগে রই প্রতিপাদ্যে শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ৪৮ জন শিক্ষক কে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত শিক্ষক-শিক্ষার্থী দের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোর আন ও বিশেষ মোনাজাত করা হয়।
শিক্ষামূলক বাণী আর গ্রাফিতিতে গেইট থেকে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। লাল গালিচা বিছানো পথের দুপাশে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছায় শিক্ষকদেরকে স্বাগত জানান।
সকাল সাড়ে ১০টায় ছাত্র-শিক্ষক অডিটরিয়ামে উপস্থিত হলে অফিস সহায়ক মো. সোলাইমান স্কুলের ঘন্টা বাজিয়ে অনুষ্ঠান শুরুর বার্তা দেন। সঞ্চালনায় আসেন প্রাক্তন শিক্ষার্থী নাওরিন হাসনাত উমামা এবং আরফাত উল্লাহ। প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ কাউছার কোরআন তেলাওয়াত করেন,শপথ বাক্য পাঠ করান ৭ম শ্রেণির শিক্ষার্থী সুফা সাইরু স্বর্ণা। জাতীয় সংগীতের পরবর্তী স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ফরহাদ মাহমুদ ফারুক। স্কুল প্রতিষ্ঠাতা কামরুল হক চৌধুরীকে বিশেষ কৃতজ্ঞতা জানানোর পর মঞ্চায়ন হয় বিভিন্ন পর্বে শিক্ষক সংবর্ধনা।
প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা শিক্ষকদের গায়ে জড়িয়ে দেন সম্মাননার জন্য তৈরী বিশেষ চাদর, হাতে তুলে দেন উপহারের ব্যাগ। চলে ফটোসেশন আর শিক্ষকদের অনুভূতি প্রকাশ। শিক্ষক-শিক্ষার্থীদর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্কুল সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল কামরুল ইসলাম,খাদ্য পরিদর্শক মোর্শেদুল করিম সবুজ- আবুল মনসুর আহমেদ- শহিদুল ইসলাম- হাফিজুর রহমান লাভলু এবং তাহসিন নাসের আকিল। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির শিক্ষার্থী লামিয়া ইসলাম। সকলের অনুভূতি প্রকাশ- স্মৃতিচারণ ও বক্তব্যে উঠে আসে ‘চির উন্নত হোক শিক্ষাগুরুর শির’।