
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা তরুণী গ্রেফতার হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন সদস্যরা উনপ্রাং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালায়।
গ্রেফতারকৃত তরুণী রোজিনা আক্তার (১৮) উনচিপ্রাং ক্যাম্প-১৮ এর ব্লক এ/৩ এর মুহাম্মদ ইউনুসের মেয়ে।
উনচিপ্রাং এপিবিএন ক্যাম্প ইনচার্জ জানান, মাদক কারবারি রোজিনা আক্তারের নিকট থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে এই নারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।