
ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন ৫ টি পরিবহনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় প্রশাসন ভবনের সামনে পরিবহন অফিসের আয়োজনে এর উদ্বোধন ঘোষণা করেন অনুষ্টানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বিশ্ববিদ্যালয়ের গাড়ি ক্রয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাপাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
পরিবহন অফিস সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বরাদ্দে ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নতুন তিনটি ৫২ আসনের বাস ও দুইটি হায়েচ এসি মাইক্রো ক্রয় করা হয়েছে।