জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার বদলীর খবর পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার রাতে (ইউএনও) উপমা ফারিসার বদলীর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। তবে তার পরিবর্তে এখনো কাউকে ঐ পদের দ্বায়িত্ব দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কার্যালয় সুত্রে জানা যায়,
বুধবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলীর আদেশ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ঐ প্রজ্ঞাপনে তাকে খুলনা বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
এদিকে গত ২২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বরাবর ইউএনও উপমা ফারিসার অপসারণের দাবীতে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে স্থানীয় এক সাংবাদিক আবেদন করেন। লিখিত অভিযোগে তিনি জানান, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসা ২০২১ সালের ২৯ আগস্ট সরিষাবাড়ীতে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি টিআর, জিআর,কাবিখা, এডিপি, এলজিএসপি,১% সহ উপজেলা পরিষদের সরকারি বরাদ্দে নানা অনিয়ম,ক্ষমতার অপব্যবহার ও প্রকাশ্যে ঘুষ-বাণিজ্য,ভুয়া বিল বাউচার,১০% না দিলে বিল পাশ না করা,বেনামি একাউন্টের মাধ্যমে লাখ লাখ টাকা স্থানান্তর সহ বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাৎ করে আসছিলেন।
এছাড়াও উপজেলা নাগরিক কমিটির ব্যানারে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়েছিল। বুধবার উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার বদলীর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আরামনগর বাজারে সর্ব সাধারনর মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে নাগরিক কমিটি ও ছাত্রলীগের একাংশ নেতাকর্মীরা।
পৌর ও উপজেলা ছাত্রলীগের নেতা মারুফ হোসেন, রাজু আহম্মেদ, নোমান মিয়া, সাবেক কাউন্সিল জহুরুল ইসলামসহ অনেকেই বলেন,
ইউএনও উপমা ফারিসা সরিষাবাড়ীতে যোগদানের পর থেকেই নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। তার বদলী হওয়ায় এলাকাবাসী অনেক খুশি। এই আনন্দে আমরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করছি।
এ ব্যাপারে ইউএনও’ র অফিস সহকারি জাহাঙ্গীর আলম জানান, স্যারের বদলীর আদেশ হয়েছে। তবে এটি সরকারের চলমান প্রক্রিয়ার অংশ।