
মাহবুবুর রহমান শান্ত
নিজস্ব প্রতিবেদক।।
মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন যাবত অসহায়-সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা ও নৈতিক দায়িত্ব বলে মনে করেন আগামী সিটি করপোশেন নির্বাচনে ৬৪নং ওয়ার্ড বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: ইসমাইল ভুইয়া তুহিন। তিনি ৬৪নং ওয়ার্ড বিএনপির নেতা হলেও সবসময় রাজনীতি করছেন তৃণমূলের সাধারণ কর্মীদের সঙ্গে নিয়ে।কোনো ধরনের অপরাধ না করেও জেল খেটেছেন ১১ বার।
তার বিরুদ্ধে ঢাকা মহানগরে একাধিক থানায় ৯৪ টি মিথ্যা মামলা রয়েছে। তবে এখন তিনি খোলা আকাশে ইচ্ছেমত কাজ করছেন গরীব-দুঃখি মানুষের জন্য। গতকাল বুধবার রাত ১০.০০ টায় ডেমরা থানাধীন ৬৪নং ওয়ার্ডের বাঁশেরপুল নিজ কার্যালয়ে এ প্রতিবেদকের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।
মো:ইসমাইল ভূইয়া তুহিন বলেন, মানুষ চিরস্থায়ী নয়। একদিন সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তাই যতটুকু সময় পাওয়া যায় সকলের উচিত অসহায় মানুষর জন্য কাজ করা এবং তাদের পাশে থাকা। আমিও সেই চেষ্টা করছি- জানি না কতটুকু করতে পারবো।
বিএনপির এই নেতা সর্বশেষ ৬ আগস্ট নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি লাভ করে। তিনি আরও বলেন, আমার এলাকায় দরিদ্র-অসহায় মানুষগুলো আমাকে অনেক পছন্দ করে। তাদের অনুরোধে আগামী নির্বাচনে ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছি।
মো: ইসমাইল ভূইয়া তুহিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল ও দলের প্রার্থীর পক্ষে সাংগঠনিকভাবে কাজ করছি। আশা করছি দলের দীর্ঘদিনের নির্যাতিত-নিপীড়িত একজন কর্মী হিসেবে দল আমাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে শতভাগ বিজয় এনে দেবো। আমি প্রতিজ্ঞা করছি জনসাধারণের পাশে থাকবো এবং তাদের সুখ-দুঃখের অংশীদার হব।।