মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
আমরা সংস্কার করতে এসেছি- শোষণ করতে নয়- ফটিকছড়ি উপজেলার নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার -১৪ অক্টোবর- ফটিকছড়ি উপজেলার নানুপুর ওবাইদিয়া কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা সালাউদ্দিন নানুপুরির সভাপতিত্বে বিশেষ সংবর্ধনায় এই কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরো বলেন- আমরা আগামীতে যারা আসবে তাদের জন্য পথ পরিস্কার করার জন্য আসছি।
ধর্ম উপদেষ্টা বলেন- আলেম না থাকলে দেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এক একজন আলেম এক একটি আলোর মিনার। এই জন্য এই সমস্ত মাদ্রাসা দরকার এদেশের জন্য এই মাদ্রাসা গুলো থেকে আলোর মিনার তৈরি হয়। এই সমস্ত মাদ্রাসা গুলো আমাদের বাচিয়ে রাখতে হবে টিকিয়ে রাখতে হবে যাতে পৃথিবীর কোনো চক্রান্ত ষড়যন্ত্র এই মাদ্রাসা ধ্বংস করতে না পারে।
এদেশে একদল ক্ষমতায় যায় একদল ক্ষমতায় আসে এটা পৃথিবীর চিরন্তন নিয়ম ক্ষমতার পালা বদল হবে একদল আসবে আরেক দল যাবে কিন্তু ইসলাম ঠিকে থাকবে এদেশে।
তিনি বলেন- আমরা আস্তে আস্তে নির্বচনের দিকে যাচ্ছি এদেশের মানুষকে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব ইনশাআল্লাহ এদেশ অনেক বছর ধরে ভোট কি জিনিস চোখে দেখেনি ইনশাআল্লাহ আগামীতে এদেশের মানুষ সকাল ৮ থেকে যার যার পছন্দ প্রার্থীকে ৪ টা পর্যন্ত ভোট দিতে পারবে।
এর আগে তিনি হাটহাজারী উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসায় শিক্ষক ও ছাত্রদের সাথে মতবিনিময় এবং কামিল শ্রেণির -তাফসির- হাদিস- ফিকহ ও আদব- ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
এইসময় তিনি বলেন-যারা ধর্মীয় উপসনালয়ে হামলা করে তারা কোন ধর্মের মানুষ নয়। তাই আমরা অস্ত্র নয়- কলম চাই। আমিও তো পড়া লেখা করেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তখন তো এমন কোন রাজনীতি কিংবা অস্ত্র ছিলো না। ছিলো শুধু কলম আর পড়া লেখা। এখন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে কলম নেই- আছে অস্ত্র। এমন শিক্ষা ব্যবস্থা চাই না বলে জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালেদ হোসাইন।