মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
যারা ধর্মীয় উপসনালয়ে হামলা করে তারা কোন ধর্মের মানুষ নয়। তাই আমরা অস্ত্র নয়- কলম চাই। আমিও তো পড়া লেখা করেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তখন তো এমন কোন রাজনীতি কিংবা অস্ত্র ছিলো না। ছিলো শুধু কলম আর পড়া লেখা। এখন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে কলম নেই- আছে অস্ত্র। এমন শিক্ষা ব্যবস্থা চাই না বলে জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালেদ হোসাইন।
সোমবার-১৪ অক্টোবর- বিকালে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার শিক্ষক ও ছাত্রদের সাথে মতবিনিময় এবং কামিল -তাফসির. হাদিস. ফিকাহ ও আদব-বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পীরে তরিক্বত আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মশিউজ্জামান, মডেল থানার ওসি হাবিবুর রহমানসহ অনেকেই।