জামালপুর প্রতিনিধি ।।
জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদের নেতৃত্বে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পৌরসভার সামনের প্রধান সড়ক থেকে পদযাত্রাটি বের হয়ে সরিষাবাড়ী- দিগপাইত মহাসড়ক প্রদক্ষিণ শেষে শিমলাবাজার এলাকার বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে সরিষাবাড়ী পৌরসভা প্রাঙ্গনে পথ সভার আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী তেজগাঁও আওয়ামীলীগের সভাপতি ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর মেয়র মনির উদ্দিন, অধ্যক্ষ সরোয়ার জাহান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী উন্নয়নের কথা তুলে বক্তব্য রাখেন। পদযাত্রায় বিভিন্ন পেশাজীবির প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেয়।