
পাবনা প্রতিনিধি।।
উন্নয়নের অগ্রযাত্রায় আটঘরিয়া পৌরসভা এই স্লোগান গানকে সামনে রেখে আটঘরিয়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার -৩০ জুন- দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে -ষোল কোটি একুশ লাখ আঠারো হাজার তিরানব্বই টাকা” বাজেট ঘোষণা করেন আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
বক্তব্য রাখেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া-
আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম- কয়রাবাড়ী বহুমুখী উচ্চ প্রধান শিক্ষক জিল্লুর রহমান-
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী জীবন কুমার রায়- উপসহকারী প্রকৌশলী আলমাস আলী- হিসাব রক্ষক কাজী নাজমুল হক-
কাউন্সিল আলফা খাতুন- সখিনা খাতুন- সখিনা খাতুন- জাহাঙ্গীর আলম- আব্দুল মান্নান- শফিকুল ইসলাম- নিরোদ ককার- কাজী আসাদুল ইসলাম- বিপ্লব হোসেন- আক্তারুজ্জামান- মোফাজ্জল হোসেন- তাওহীদ হোসেনসহ মুক্তিযোদ্ধা- সাংবাদিক এবং এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুনসুর আলম সুমন।