মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
আগামীকাল শুক্রবার দেশের সর্ববৃহৎ দ্বীনী ইদারা- উম্মুল মাদারিস প্রতিষ্ঠান আল- জামিয়াতুল দারুলউলুম মইনুল ইসলাম ইসলাম হাটহাজারী মাদ্রাসার ঐতিহাসিক বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী মহাসম্মেলন।
ইতিমধ্যে জামিয়ার বিশাল প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। জামিয়ার ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে প্যান্ডেলের কাজ সম্পন্ন করেছে।
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা মুফতি কেফায়াতুল্লা হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন শুরু হয়েছে আজকে বিকাল থেকে।
মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে শরীক হওয়ার জন্য জামিয়ার পক্ষ থেকে সর্বস্তরের মুসলমানদের প্রতি দ্বীনি দাওয়াত রইল।